Thursday, August 11, 2016

Holey Bakery স্মরনে 2

কলেজে ইউনিভার্সিটিতে পড়ার সময় আমাদেরর মধ্যে নানা বিষয়ে তর্ক-বিতর্ক হতো, ঝগড়া হতো। খেলাধুলা, প্রেম, গান-বাজনা, ব্যান্ড, নাটকের সাথে সাথে capitalism, সমাজতন্ত্র, মানবতন্ত্র এবং ধর্ম নিয়েও বিতর্ক হতো। আমাদের topic-এর অভাব ছিলনা। কিন্তু তার রেশ ধরে কোনদিন কাউকে মেরে ফেলতে ইচ্ছে হয়নি। যত বড় শত্রুই হোক না কেন, কারো রগ কেটে ফেলার কথা মনে আসেনি।

আমাদের প্রত্যেকেরই ছিল ভিন্ন-ধর্মালম্বী বন্ধু, প্রতিবেশী, প্রিয় শিল্পী, role model অথবা সহকর্মী। কখনো কাউকে নিশ্চিহ্ন করার কথা মনে হয়নি।

এই level-এর বর্বরতা কি বাংলাদেশীদের সহজাত মানসিকতা? বাংলাদেশীরাতো রবীন্দ্র-নজরুল-লালন-হাসন-এর দেশের লোক - "জোটে যদি দু'টি পয়সা, ফুল কিনে নিও হে অনুরাগী" আর "জীবে দয়া করে যেজন, সেজন সেবিছে ইশ্বর"-এর লোক।

এক সময় শুনেছি western liberalism-এর প্রভাবে দেশ উচ্ছন্নে গেছে। আমার ধারনা সেই একই সময় থেকেই আমরা আমদানী করে চলেছি একের পর এক ধর্মীয় rigidity - আল্লা-হাফেজের শুদ্ধতা, মিলাদের শিরক-তা থেকে শুরু করে জাযাকাল্লার মিষ্টতা আর ইদানীং বিদাত-এর abstinence. আর যেন একই সাথে package হিসাবে আমদানী করেছি এক ধরনের অসহজাত intolerance এবং বর্বরতা। অশুদ্ধকে আর সহ্য হয় না।

বিগত কয়েক দশক ধরে আমাদের (সমাজ এবং সরকারের) complacency দিয়ে আমরা যে পরিবেশ তৈরী করে রেখেছি, সেখানে ছেলেপুলেরা brainwash হলেও আমাদের চোখে পড়ে না - ফিকে হয়ে গেছে ধার্মিক আর জঙ্গীর পার্থক্য।

আজকের এই অস্থিরতার জন্য তাই আয়নায় তাকানোই যথেষ্ট।

ফিরিয়ে আনো ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ।
‪#‎BringBackReligiousTolerance‬ ‪#‎BDculturalReAwakening‬

No comments:

Post a Comment