Friday, June 12, 2020

এসোসিয়েশনের ভুমিকা

অস্টিনের সব বাংলাদেশীরা কি বাগা'র মেম্বার হয়েছেন? তা না হলে, এখনি হয়ে যান এখানেঃ https://forms.gle/9WefWQkhG13ony7i6

আর যদি সম্ভব হয় তাহলে বোর্ডে serve করুন।

বেশ কিছুদিন আগে বাগা আয়োজিত মোবাইল কন্সুলার সার্ভিস এবং একই সন্ধ্যায় রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাতে গিয়ে মনে হলো একটা এসোসিয়েশনের সত্যিকার সাফল্য এধরনের আয়োজনেই বোঝা যায়। প্রবাসী হিসাবে আমাদের কমিউনিটির অনেক চাওয়ার মধ্যে এধরনের পাওয়াই কিন্তু সবচেয়ে Impactful বলে আমি মনে করি। Individual বা group হিসাবে আমরা অনেক কাজ করতে পারি না, যা একটা এসোসিয়েশন হিসাবে পারি। কন্সুলার সার্ভিস শুধু না, এসোসিয়েশন পারে আমাদের কমিউনিটিকে City, State and Federal লেভেলে Represent করতে, আমাদের হয়ে Lobby করতে, আমরা যদি কখনো বিপদে পড়ি - আমাদের হয়ে লড়াই করতে। এসবের সাথে সাথে NAAO-এর মত অন্যান্য কমিউনিটি এসোসিয়েশনগুলির (বাংলাদেশী, দেশী, বিদেশী ) সঙ্গেও সহযোগিতাসুলভ সম্পর্ক রেখে একটা বৃহত্তর Front হিসাবে City, State এবং Federal লেভেলে অংশগ্রহন করাও কিন্তু এসোসিয়েশনের পক্ষে সম্ভব, যেটা individual বা group হিসাবে করা কঠিন। আমরা এসোসিয়েশনের ব্যানারে পারি মিছিল মিটিং করতে, পারি বিভিন্ন লেভেলের নেতাদের কাছে দাবী জানাতে, নির্বাচনে নেতাদের endorse করতে। যে এসোসিয়েশন যত বেশী active, তার ক্ষমতা এবং influence তত বেশী এবং সেই সুবাদে তার প্রাপ্তিও বেশী।

আমার humble মতে, একটা এসোসিয়েশনের জন্য Representation-এর এই সব ভূমিকাগুলো, community event organize করা থেকেও অনেক বেশী গুরুত্বপূর্ন। কেননা, এসোসিয়েশন হওয়ার আগের বছরগুলোতেও event organize হয়েছে individual বা group এর প্রচেষ্টায়। কিন্তু এখনকার আমেরিকায় Representation অনেক অনেক বেশী গুরুত্বপূর্ন।

বাগার formation-এর সময় ২০০৬-এ আমি প্রথম Ad-Hoc Committee-তে নির্বাচিত হয়ে Bylaws লেখার কাজে সাহায্য করেছিলাম। তখন আমরা event organize নিয়ে হয়ত অনেক বেশী চিন্তা করেছি, গুরুত্ব দিয়েছি - আর তার reflection-ও আছে Bylaws-এ। যেমন, কোনো event-ই এসোসিয়েশনের জন্য বাধ্যতামুলক করা হয়নি, অথচ Event-এর একটা আলাদা article করা হয়েছে। গত বছর বিজয় দিবস event organize-কে কেন্দ্র করে যে দুঃখজনক নাটক হয়েছিল তা দেখে আমরা অনেকেই দুঃখ পেয়েছি। আরও দুঃখ পেয়েছি ভেবে যে আমাদের এতো ছোট একটা কমিউনিটিতে থেকে এই নাটক আমরা সমষ্টিগতভাবে নিরষন করতে পারিনি। আমাদের দূরদর্শিতার অভাবে আমরা event organize আর Representation এক করে দেখেছি। আর সেই থেকে এসেছিল একে অপরের প্রতি অবিশ্বাস, অনাস্থা এবং যাবতীয় conspiracy theories। অনেকেই ভেবেছেন হয়ত বড় শহরগুলোর মত আমরা ভাগ হয়ে যাবার মত বড় হয়ে গেছি - সংখ্যায় বড়, কিন্তু মনে সংকীর্ন।

আমি আশাবাদী যে আমাদের ভবিষ্যৎ নেতৃস্থানীয় লোকেরা আমাদেরকে একটা সহযোগিতা এবং সৌহার্দপূর্ন পরিবেশ দেবেন - সেটা বোর্ডের ভেতরে থেকেই হোক, অথবা নেপথ্যে। বাগা আমাদের সবার Representative organization। আমাদের অংশগ্রহনেই বাগা আমাদেরই জন্য অনেক active এবং effective হতে পারে।


No comments:

Post a Comment